ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

পাথরঘাটায় জমি বিরোধে সংঘর্ষে আহত ৮ 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
পাথরঘাটায় জমি বিরোধে সংঘর্ষে আহত ৮ 

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৮ জন আহত হয়েছে। 

শুক্রবার (১০ আগস্ট) দুপুর ২টার দিকে পাথরঘাটা সদর ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামে এ ঘটনা ঘটে।  

আহতরা হলেন- আরশেদ আলী সরদার (৮০), ফাতেমা বেগম ( ৬৫) রুবী বেগম (৩০), ইউসুব (২৭), ইউনুচ মিয়া (৩৫), হেমায়েত হাওলাদার (৫০), রিপন (৩৫) ও তাসলিমা (৪০)।

আহতদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় শহিদুল ও আলতাফ হাওলাদার জানান, আরশেদ আলী সরদার ও হেমায়েত হাওলাদারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ৩০ বছর পর মাললার রায় পান আরশেদ আলী। পরে শুক্রবার দিন দুপুরে আরশেদ তার লোকজন নিয়ে বাড়ির সামনে জমি চাষ করতে নামলে প্রতিপক্ষ শুক্কুর আলী ও হেমায়েত হাওলাদার ২০ থেকে ২৫ জন লোক নিয়ে আরশেদ আলী সরদারের পরিবারের ওপর হামলা চালায়। এসময় ৮ জন আহত হয়।  

স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান, আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের এখানে ভর্তি করা হয়েছে।  


বাংলাদেশ সময়: ১৮০১, ১০ আগস্ট ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।