ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আড়াইহাজারে অটোরিকশাচাপায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
আড়াইহাজারে অটোরিকশাচাপায় শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় রুমি আক্তার (৭) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর বিক্ষোভের মুখে দিনব্যাপী অটো চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক এলাকায় এ ঘটনা ঘটে। রুমি হাজিরটেক গ্রামের জাহেদ মিয়ার মেয়ে।

সে স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্র্রেণির ছাত্রী।

উত্তেজিত জনতাকে শান্ত করতে কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ঈমাম হাসানসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে রয়েছেন।

এলাকাবাসী জানান, দুপুরে বাড়ি সংলগ্ন হাজিরটেক নতুন বাজারের রাস্তায় বের হয় রুমি। এ সময় একটি অটোরিকশা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসআই ঈমাম হাসান বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আড়াইহাজার থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad