ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোমরা বন্দরে ৫ সোনার বারসহ চোরাকারবারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
ভোমরা বন্দরে ৫ সোনার বারসহ চোরাকারবারী আটক

সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকা থেকে পাঁচটি সোনার বারসহ আবু হুরাইরা নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 

শুক্রবার (১০ আগস্ট) দুপুরে ভোমরা স্থলবন্দর সংলগ্ন কাঁচা বাজার থেকে তাকে আটক করা হয়।  

আটক আবু হুরাইরা ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

 

বিজিবির ভোমরা ক্যাম্পের কমান্ডার শাহাজান আলী বাংলানিউজকে জানান, স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হচ্ছিল। খবর পেয়ে ভোমরা কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি সোনার বারসহ আবু হুরাইরাকে আটক করা হয়।  

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।