ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মুন্সিগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
মুন্সিগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদর উপজেলায় অটোরিকশার ধাক্কায় শাহিনা আক্তার (০৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে সদরের মিরেশ্বরাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাহিনা আক্তার মিরেশ্বরাই এলাকার ইব্রাহীমের মেয়ে।

স্থানীয়রা জানান, ধলেশ্বরী নদীতে গোসল শেষে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা শাহিনাকে ধাক্কা দেয়। এসময় তাৎক্ষণিক ব্রেক ধরলে অটোরিকশাটি উল্টে গিয়ে যাত্রীরা আহত হন। গুরুতর আহতাবস্থায় শাহিনাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা নেওয়ার পথেই সে মারা যায়।  

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রণয় মান্না দাস বাংলানিউজকে জানান, প্রচণ্ড রক্তক্ষরণের কারণে শিশুটির মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।