ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৮
বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু মঙ্গলবার বাসের অগ্রিম টিকিট বিক্রি (ফাইল ছবি)

ঢাকা: আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে মঙ্গলবার (৭ আগস্ট)। এর আগে ছাত্র আন্দোলনের কারণে সৃষ্ট পরিস্থিতিতে টিকিট বিক্রি স্থগিত করে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মঙ্গলবার সকাল থেকে টিকিট বিক্রি শুরু হবে। 

সোমবার (৬ আগস্ট) বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক নির্বাহী সদস্য মো. সালাউদ্দিন বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি জানান, বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরুর কথা ছিলো ৫ আগস্ট।

তবে পরিস্থিতি স্বাভাবিক না থাকায় আমরা টিকিট বিক্রি স্থগিত করি। সোমবার পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু করায় মঙ্গলবার সকাল ৬টা থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।

চাঁদ দেখা সাপেক্ষে যদি ২২ আগস্ট ঈদ হয় তাহলে এক সপ্তাহ আগে থেকেই ঈদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে আগামী ৮ আগস্ট থেকে ট্রেনের ‍অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে চলবে ১২ আগস্ট পর্যন্ত। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে টিকিট দেওয়া হবে।
 
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৮
এসএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ