ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাচ্চাদের কিছু হলে মাঠে নামার হুমকি অভিভাবকদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫২ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৮
বাচ্চাদের কিছু হলে মাঠে নামার হুমকি অভিভাবকদের মানববন্ধনে অান্দোলনরত শিক্ষার্থীদের অভিভাবকরা/ছবি: বাংলানিউজ

ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর একযোগে পুলিশ ও অজ্ঞাতপরিচয় কিছু যুবক হামলা চালানোর অভিযোগ ওঠায় এর প্রতিবাদে মানববন্ধন করেছেন অভিভাবকরা।

এর প্রতিবাদে শুক্রবার (০৩ আগস্ট) সকালে মিরপুর সনি সিনেমা হলের সামনে মানববন্ধনে অংশ নেন তারা। এসব অভিভাবক মণিপুর উচ্চ বিদ্যালয়ের ৯৫ ব্যাচের।

 

শতাধিক অভিভাবক মানববন্ধনে অংশ নিয়ে বলেন, বাচ্চাদের আন্দোলন যৌক্তিক। তাদের ওপরে হামলা হলে আমরা ঘরে বসে থাকবো না। মুখে দাবি মানার কথা বললে হবে না। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে।

অভিভাবক শামীম আরা নিপা বলেন, গতকাল আমাদের বাচ্চাদের ওপর হামলা হয়েছে। এতে আমরা শঙ্কিত।
আর একটি বাচ্চার ওপরে আঘাত এলে আমরা ঘরে বসে থাকবো না। এর আগে সরকার অনেক দাবি পূরণের কথা বলে ঝুলিয়ে রেখেছে। ৯ দফা দাবি মেনে জরুরি প্রজ্ঞাপন জারি করতে হবে।

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৮
এমআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।