ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে বাস খাদে পড়ে নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:০৫, জুলাই ২৮, ২০১৮
গোদাগাড়ীতে বাস খাদে পড়ে নিহত ১ দুর্ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড়। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নাসিম হোসেন (২৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (২৮ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসিমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকায়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সকালে উপজেলার কাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নাসিমের মৃত্যু হয়। এতে আহত হয় আরও দু’জন। তাদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের কাজ করেছে থানা পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে মামলা হবে বলেও জানান গোদাগাড়ী থানার এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।