ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দেশের উন্নয়নে পুলিশের ক্ষমতা আরও বাড়ানো হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
দেশের উন্নয়নে পুলিশের ক্ষমতা আরও বাড়ানো হবে বান্দরবান সদর থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। ছবি বাংলানিউজ

বান্দরবান: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, দেশের আনাচে কানাচে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার ও দেশের উন্নয়নের লক্ষ্যে পুলিশের ক্ষমতা আরও বাড়ানো হবে।

সোমবার (২৩ জুলাই) বান্দরবান সদর থানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ পুলিশের বেশ কয়েকটি স্থাপনা উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বান্দরবান সদর থানা পার্বত্যাঞ্চলের থানা।

এর মধ্যে আধুনিকতা থাকবে। তবে, পর্যটনের যে বৈশিষ্ট্য রয়েছে সেটা সমুন্নত রেখে এলাকার কৃষ্টি এবং কালচারের নিদর্শন থানায় থাকা উচিত।

পরে আইজিপি বান্দরবান পুলিশ লাইনে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ভবন, বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্র ভবন, আলীকদম থানা, বাইশারী পুলিশ ফাঁড়ি ভবন, লামা থানা ভবন ও সোনাইছড়ি পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন করেন। এছাড়া পুলিশ লাইনে আম, লিচুসহ বিভিন্ন ফলদ গাছের চারা রোপণ করেন তিনি।

এসময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) খন্দকার গোলাম ফারুক, বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, রাঙ্গামাটির পুলিশ সুপার মো. আলমগীর কবির, খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহম্মদ খান, কক্সবাজারের পুলিশ সুপার মো. ইকবাল হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে আইজিপি শহরের বালাঘাটা এলাকায় পুলিশ লাইনে পুলিশের কল্যাণ সভায় যোগ দেন এবং বিভিন্ন বনজ ও ফলদ গাছের চারা রোপণ করেন।

বান্দরবানের সাতটি উপজেলায় প্রায় ৬০ কোটি টাকা ব্যয়ে পুলিশের নতুন থানা ভবন, তদন্ত কেন্দ্র ও ফাঁড়ি ভবন নির্মাণ করছে সরকারের গণপূর্ত বিভাগ।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।