ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মহেশপুরের কোদলা নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
মহেশপুরের কোদলা নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী কোদলা নদী থেকে রেহানা আকতার (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (২৩ জুলাই) বিকেলে তার মরদেহটি উদ্ধার করা হয়। রেহানা মহেশপুর উপজেলার জলুলী গ্রামের রশিদুল ইসলামের স্ত্রী।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়াদুল হক বাংলানিউজকে জানান, বিকেলে কোদলা নদীতে ওই নারীর ভাসমান মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে মৃত্যুর কারণ জানা যাবে।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে জানানো হয় ভোরে পার্শ্ববর্তী কোদলা নদীতে গোসল করতে যান রেহানা। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।