ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিমানবন্দর এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
বিমানবন্দর এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

ঢাকা: রাজধানীর বিমানবন্দর সংলগ্ন বনরূপা এলাকায় ট্রাকের ধাক্কায় রিয়াজ (৩৫) নামে সিএনজিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন।

সোমবার (২৩ জুলাই) ভোর ৪টার দিকে দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় রিয়াজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা সদর উপজেলার কবির হোসেনের ছেলে রিয়াজ গুলশান সরকার বাড়ি এলাকায় থাকতেন।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শ্রীদাম চন্দ্র রায় জানান,ভোরের দিকে বনরুপা এলাকায় একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালক গুরুতর আহত হন। দুর্ঘটনার সংবাদ পেয়ে আহত অবস্থায় চালক রিয়াজকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, অটোরিকশায় চালক ছাড়া কোনো যাত্রী ছিলেন না। দুর্ঘটনার পরই ট্রাকের চালক পালিয়েছেন। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। আর ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
এজেডএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।