ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

নোয়াখালী:  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আল আমিন কারিম (৪৪) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

রোববার (২২ জুলাই) স্থানীয় সময় দিনগত রাত ৯টার দিকে জেদ্দার তুয়েল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আল আমিন কারিম নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের রংমালা এলাকার সাতবাড়ীর আবুল খায়েরের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, ১৩ বছর আগে সৌদি আরবের জেদ্দায় যান আল আমিন। এর মধ্যে কয়েকবার বাড়িতে এসে ঘুরেও গেছেন। রোববার নিজের কর্মস্থল পেট্রোল পাম্প থেকে এশার নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন আল আমিন। এসময় রাস্তার পার হতে গেলে  একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জানা গেছে, নিহতের মরদেহ বর্তমানে সৌদি আরবের তুয়েল হাসপাতালে রয়েছে।

মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আল আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
আরএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।