ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

আগুনমুখা নদী ভাঙনে হুমকিতে ৪ গ্রাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
আগুনমুখা নদী ভাঙনে হুমকিতে ৪ গ্রাম ভাঙনে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিউনের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ নদী গর্ভে বিলীন। ছবি: বাংলানিউজ

পটুয়াখালী: স্রোতস্বিনী, বৈঠাভাঙ্গা, আগুনমুখা নদী বেষ্টিত পটুয়াখালীর উপকূলীয় উপজেলা রাঙ্গাবালী। এসব নদীর জোয়ারের পানিতে হারিয়ে যাচ্ছে ফসলি জমি, ভিটে-বাড়িসহ স্থাপনা। সপ্তাহ দুয়েক আগে উপজেলাটির চালিতাবুনিয়ার বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। জোয়ারের পানি বাড়ায়  তীব্র স্রোতে আগুনমুখা নদী ভাঙনে হুমকিতে পড়েছে উপজেলার প্রায় চারটি গ্রাম। এ ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে নদী ভাঙন থেকে যারা নিজেদের টিকিয়ে রাখছেন তারাও হয়তো ভাঙনের কবলে বিলীন হয়ে যাবে।

স্থানীয়রা জানায়, রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়নের উত্তর চালিতাবুনিয়া, মধ্য চালিতাবুনিয়া, বিবির হাওলা ও গোলবুনিয়া গ্রাম ভাঙন কবলিত এলাকা হিসেবে পরিচিত। রাক্ষুসে আগুনমুখা নদীর অব্যাহত ভাঙনে এসব এলাকায় দিনে-দিনে লোক সংখ্যা কমে যাচ্ছে।

 

আগুনমুখা নদীর ভাঙন বেড়ে যাওয়ায় গত দুই সপ্তাহের ব্যবধানে উপজেলার উত্তর চালিতাবুনিয়া, মধ্য চালিতাবুনিয়া, বিবির হাওলা ও গোলবুনিয়া গ্রামের প্রায় ৩০টি পরিবার বসত ভিটে-বাড়ি হারিয়েছে।  একদিনে ওই গ্রাম গুলোর কয়েক কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তাই জোয়ারের সময় গ্রামগুলোর বসতবাড়ি ও ফসলি জমি পানিতে তলিয়ে যায়।  

ভাঙন আতঙ্কে থাকা উত্তর চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা মুফতি জানান, দুইবারের ভাঙনে তার ভিটে-বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। নতুন করে সংসার গোছানো শুরু করতে না করতেই আবারও ভাঙনের কবলে পড়েন তিনি।

মুফতির স্ত্রী পলি বেগম বাংলানিউজকে বলেন, 'দিনে জোয়ার যেই সময় আয় (আসে), বাচ্চা-কাচ্চা নিয়া রাস্তায় থাহি। আবার ভাডায় (ভাটায়) ঘরে আই (আসি)।  রাইতে আবার জোয়ার আইলে আমরা ঘুমাই না, জাইগা ( জেগে) থাহি। কহন (কখন) যে ঘরডা (ঘর) নদীতে ভাসাইয়া লইয়া যায়। '

চালিতাবুনিয়া ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমজেদ হোসেন বাংলানিউজকে বলেন, বেড়িবাঁধ না থাকায় দুই সপ্তাহে চারটি গ্রামে জোয়ারের পানিতে প্রায় ২০ হেক্টর জমির আমন বীজতলা নিমজ্জিত হয়ে আছে। এর মধ্যে ১০ হেক্টর জমির বীজতলা পুরোপুরি নষ্ট হয়ে গেছে।

এসব গ্রামে বহু জমি-জমার মালিক মুহূর্তেই সর্বশান্ত হয়ে গেছেন। অনেকে হয়তো আবার অন্যত্র বসতি গড়েছেন। কেউ আবার এলাকাই ছেড়ে অন্যত্র চলে গেছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিকূলতা কাটিয়ে যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলে ঠিক তখনই আবার সব হারিয়ে আবারো সর্বশান্ত হন উপকূলীয় এলাকার মানুষ।  

স্থানীয় বাসিন্দা আলমগীর মুন্সি জানান, এক সপ্তাহ আগে তার ভিটেবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এখন তিনি অন্য জায়গায় ঘর বানিয়ে বসবাস করছেন।  

তিনি জানান, চালিতাবুনিয়া গ্রামে অবস্থিত রেড ক্রিসেন্ট সোসাইটির ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রটিও ঝুঁকিতে রয়েছে। সেটিও যেকোন মুহূর্তে নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে।

চালিতাবুনিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ফজলুর রহমান বাংলানিউজকে বলেন, গত ২ সপ্তাহে কয়েক কিলোমিটার বেড়িবাঁধ এবং ৩০টি পরিবারের বাড়ি-ঘরসহ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন এলাকার মানুষ মানবেতর জীবন-যাপন করছে। তাই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।  

কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের বাংলানিউজকে বলেন, ‘চালিতাবুনিয়ার বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হওয়ার কথা শুনেছি। কিন্তু চালিতাবুনিয়ার জন্য কোনো বরাদ্দ নেই। ' 

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।