ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গাংনীতে ট্রাকে আটকে পড়া চালক উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
গাংনীতে ট্রাকে আটকে পড়া চালক উদ্ধার ট্রাকে আটকে পড়া চালককে উদ্ধার করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার ঝিনেরপুল পাড়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাকের ভেতরে আটকে পড়া চালক রকিব হোসেনকে তিন ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ জুলাই) সকাল ৮টার সময় ট্রাকের সামনের অংশ ও একটি গাছ কেটে তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।  

তবে বর্তমানে তিনি অচেতন রয়েছেন।

তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোর রাতে বগুড়া থেকে ছেড়ে অাসা টাইলস বোঝাই একটি ট্রাক স্টিয়ারিং জ্যাম হয়ে রাস্তার পাশে নেমে যায়। এতে চালকের কোমরের নিচের অংশ ট্রাকের ভেতরে অাটকা পড়ে।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।