ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে দুই ট্রাক সরকারি ওষুধ জব্দ, আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
রাজশাহীতে দুই ট্রাক সরকারি ওষুধ জব্দ, আটক ১ সরকারি ওষুধ ও মেডিকেল সরঞ্জামাদি পাচারকালে আটক ব্যক্তি/ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী সিভিল সার্জন কার্যালয়ের স্টোর থেকে দুই ট্রাক সরকারি ওষুধ ও মেডিকেল সরঞ্জামাদি পাচারের সময় গোদাগাড়ী উপজেলা হাসপাতালের এক ফার্মাসিস্টকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

রোববার (২২ জুলাই) সন্ধ্যায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক হওয়া ওই ফার্মাসিস্টের নাম সাইফুল ইসলাম (৪০)।

তবে ঘটনার সঙ্গে জড়িত রাজশাহী সিভিল সার্জন অফিসের স্টোর কর্মকর্তা মকবুল হোসেন পলাতক রয়েছেন।

আটক সাইফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

রাতে র‌্যাব রাজশাহী-৫ এর কমান্ডার মেজর আশরাফুল ইসলাম জানান, সরকারি বরাদ্দের বাইরে ওই ওষুধগুলো বিভিন্ন দোকানে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তবে গোপন সংবাদের ভিত্তিতে ওষুধ সরবরাহকারী ট্রাকটি প্রথমে আটক করা হয়। এরপর ট্রাকের সঙ্গে থাকা গোদাগাড়ী হাসপাতালের ফার্মাসিস্ট সাইফুল ইসলামকে আটক করা হয়।

তবে ঘটনার সঙ্গে জড়িত আরেক হোতা সিলিভ সার্জন অফিসের স্টোর কর্মকর্তা মকবুল হোসেন পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। মকবুল স্টোর থেকে ওষুধ ও চিকিৎসা সামগ্রীগুলো গোদাগাড়ী হাসপাতালের ফার্মাসিস্টের সহায়তায় পাচারের চেষ্টা চালাচ্ছিলেন।

এ ব্যাপারে সোমবার (২৩ জুলাই) বিস্তারিত জানানো হবে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৫০৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
এসএস/এসএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।