ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে শেষ হলো রথযাত্রা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
নীলফামারীতে শেষ হলো রথযাত্রা 

নীলফামারী: নীলফামারীতে শেষ হয়েছে নয় দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা।

রোববার (২২ জুলাই) বিকেলে জেলা শহরের মিলনপল্লী দুর্গা মন্দির থেকে রথ টেনে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্বরের কেন্দ্রীয় শিব মন্দিরে শেষ হয়।

জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অক্ষয় কুমার রায় বাংলানিউজকে বলেন, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে, জগন্নাথ দেব হলেন জগতের অধীশ্বর।

জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছে ঈশ্বর। জগতের ঈশ্বরের অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়। এ বিশ্বাস থেকে জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা শুরু করে ১৪ জুলাই (শনিবার) মাসির বাড়িতে পৌঁছানো হয়। এর সাত দিন পর মাসির বাড়ি থেকে রোববার নিজ বাড়িতে ফেরত যাত্রা হয়। একারণে এটির নাম উল্টো রথযাত্রা।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।