ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাগড়াছড়িতে উল্টো রথযাত্রা উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
খাগড়াছড়িতে উল্টো রথযাত্রা উদযাপন রথের রশি ধরে টানছেন ভক্তরা। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: সারাবিশ্বের মতো পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে।

রোববার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে ইস্কনের উদ্যোগে তিনটি সুসজ্জিত রথে ভগবান জগন্নাথ-বলভদ্র ও সুভদ্রার মূর্তি বসিয়ে খাগড়াছড়ি শহর প্রদক্ষিণ করে।

শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির থেকে রথযাত্রাটি পানখাইয়াপাড়া, কোর্ট বিল্ডিং সড়ক শাপলা চত্বর এলাকায় অবস্থিত ইস্কন মন্দিরে এসে শেষ হয়।

এতে জেলার হাজারো সনাতন ধর্মপ্রাণ মানুষ অংশ নেয়।

রথযাত্রা শুরুর আগে লক্ষ্মী নারায়ণ মন্দিরে ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও জগন্নাথ মন্দির ও রাধামাধব মন্দির থেকেও উল্টো রথযাত্রা বের করা হয়।

গত ১৪ জুলাই ইস্কন মন্দির থেকে ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি রথে করে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে আনা হয়। সেখানে নয় দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় প্রথা এবং আচারের মাধ্যমে রোববার উল্টো রথে ফিরে গেছে।   

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।