ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরায় শেষ হলো ৯ দিনের রথযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
মাগুরায় শেষ হলো ৯ দিনের রথযাত্রা রথযাত্রা। ছবি: বাংলানিউজ

মাগুরা: নানা আয়োজনের মধ্যদিয়ে মাগুরায় শেষ হয়েছে নয় দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা।

ইসকনের আয়োজনে রোববার (২২ জুলাই) বিকেলে মাগুরা শহরের নতুন বাজার সাহা পাড়ায় আলোচনা সভার আয়োজন করা হয়।  

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাফুজ্জামান শিখর।

 

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মাগুরা জেলা সভাপতি অ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার সিংহের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন জেলা পরিষদ প্রশাসক পংক কুমার কুন্ডু।  

বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, পৌরসভা মেয়র খুরশিদ হায়দার টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারিকুল ইসলাম, মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে পরিচালক ডা. সুশান্ত কুমার বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু।

সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা রথের রশি টেনে রথযাত্রার উদ্বোধন করেন। এরপর অতিথিদের নেতৃত্বে ও শত-শত ভক্তের উপস্থিতিতে শহরে বের করা হয় র‌্যালি।

১৪ জুলাই বিকেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শ্রী বীরেন শিকদার এমপি প্রধান অতিথি হিসেবে ৯ দিনের এ রথযাত্রার উদ্বোধন করেন।  

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।