ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নরসিংদীতে উল্টো রথযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
নরসিংদীতে উল্টো রথযাত্রা শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা

নরসিংদী: নরসিংদী সদর উপজেলায় শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে চিনিশপুর কালি মন্দির থেকে উল্টো রথযাত্রা  শুরু হয়ে পৌরসভায় গিয়ে উৎসব শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন পূজা কমিটির সভাপতি শিকল কন্ড শাহা, নিবরণ বাবু, জীবণ কুমার সাহা।

রথযাত্রা সফল করতে হিন্দু সম্প্রদায়ের সব পেশার মানুষ পায়ে হেঁটে ও রশি টেনে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় দিনব্যাপী অগ্নিহোত্র যজ্ঞ, বৈদিক নৃত্য ও গীতা পাঠ করা হয়।  হাজারো ভক্তরা জগন্নাথ দেবকে বিভিন্ন রকম ফল, ফুল নিবেদন করে উলুধ্বনি দিতে থাকেন।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।