ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫ দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাস। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বিল্লাল হোসেন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। 

রোববার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের মাথাভাঙ্গা এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত বিল্লাল বাগেরহাট সদর উপজেলার দেপাড়া গ্রামের মধুবক্সের ছেলে।

আহতদের মধ্যে গুরুত্বর আটজনকে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাগেরহাটের উপ-সহকারী পরিচালক সরদার মাসুদুর রহমান বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলেই বাসের যাত্রী বিল্লাল মারা গেছেন। বিল্লালের মরদেহ কাটাখালি হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া গুরুত্বর আহত আটজনকে অ্যাম্বুলেন্সে করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়েছে। খুলনা ও বাগেরহাট ফায়ার সার্ভিসের চারটি ইউনিট বাসটিকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছে বলেও জানান তিনি।

বাংলাদেশ  সময়: ১৯৫০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ