ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জুয়া খেলতে বাধা দেয়ায় ইউপি সদস্যকে মারধর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
জুয়া খেলতে বাধা দেয়ায় ইউপি সদস্যকে মারধর

ঝালকাঠি: জুয়া খেলতে বাধা দেয়ায় ঝালকাঠির নলছিটিতে আলী আকবর (৫০) নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যকে মারধর করা হয়েছে।

শনিবার (২১ জুলাই) রাতে নলছিটি ইউনিয়নের কুশংগল গ্রামে এ ঘটনা ঘটে। রোববাব (২২ জুলাই) তাকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আলী আকবর উপজেলার কুশংগল ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি।

স্থানীয়রা জানান, কুশংগল ইউনিয়নের সিকদার পাড়া গ্রামের কয়েকজন যুবক  প্রতিদিনই জুয়া ও মাদকের আড্ডা বসাতো। বিষয়টি জানতে পেরে ইউপি সদস্য আলী আকবর তাদের নিষেধ করেন। শনিবার রাতে আলী আকবর বাড়ি ফিরছিলেন। এসময় ওই যুবকেরা আলী আকবর ও তার সঙ্গে থাকা তিনজনকে মারধর করেন। এতে তারা তিনজনই আহত হন।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার বাংলানিউজকে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
এমএস/এএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad