ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলায় নিজ স্কুলের ছাদে খেলা করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রোববার (২২ জুলাই) দুপুর ২টার দিকে খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাকির উপজেলা সদরের ইকবাল হোসেনের ছেলে।

সে ওই স্কুলে সপ্তম শ্রেণিতে পড়তো।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, জাকিল স্কুলের ছাদে উঠে খেলার সময় অসাবধানতা বিদ্যুতের তারে স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়। পরে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।