ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় মোস্তফা (৩২) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২২ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে। মোস্তফা রাজধানীর বনানীতে একটি কোম্পানির গাড়ি চালক ছিলেন।

মোস্তফার সহকর্মী শাহিন উদ্দিন মন্ডল জানান, বনানীর একটি কোম্পানির গাড়ি চালক ছিলেন মোস্তফা। থাকতেন খিলগাঁও এলাকায়। সকালে বাসা থেকে বাইসাইকেল চালিয়ে অফিসে যাওয়ার পথে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে জানান, বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার মোস্তফাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  

প্রাইভেটকারটি আটক করা হলেও চালক পালিয়েছেন বলে জানান ওসি মশিউর।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।