ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তিন মাদ্রাসাছাত্রীকে অপহরণের চেষ্টা, আটক ২

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৭ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
তিন মাদ্রাসাছাত্রীকে অপহরণের চেষ্টা, আটক ২

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে তিন মাদ্রাসাছাত্রীকে অপহরণের চেষ্টাকালে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

শনিবার (২১ জুলাই) সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে সদর উপজেলার টুমচর গ্রামে এ ঘটনা ঘটে।  

আটকেরা হলেন টুমচর গ্রামের মোক্তার ও রুবেল হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, টুমচর দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির তিন ছাত্রী সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিল। এসময় চালক ও মালিকসহ তিনজন ওই সিএনজিতে ছিলেন। তারা ছাত্রীদের গন্তব্যে না নামিয়ে অন্যত্র নিয়ে যাচ্ছিলেন। এসময় এক ছাত্রী অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে চিৎকার দেয়। স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে অটোরিকশাসহ দুই যুবককে আটক করে। এসময় একজন পালিয়ে যান। পরে টুমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন লোলার সহযোগিতায় তাদের পুলিশে সোপর্দ করা হয়।  

লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোসলেহ উদ্দিন বলেন,  এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
এসআর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।