ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শেবামেকের অধ্যক্ষ-হাসপাতালের পরিচালককে শো’কজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪২ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
শেবামেকের অধ্যক্ষ-হাসপাতালের পরিচালককে শো’কজ মতবিনিময় সভায় বক্তব্যে রাখেনমেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে (বিসিসি) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শেরে-ই বাংলা মেডিকেল কলেজের (শেবামেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. ভাস্কর সাহা ও হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেনকে কারণ দর্শনোর নোটিশ (শো’কজ) দেওয়া হয়েছে।

রোববার (২২ জুলাই) বরিশালের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা ও বিসিসি নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মো. হেলাল উদ্দিন খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে শনিবার (২১ জুলাই) নির্বাচন কমিশনের কারণ দর্শানোর নোটিশ হাতে পেয়েছেন বলে জানিয়েছেন অধ্যক্ষ অধ্যাপক ডা. ভাস্কর সাহা।

বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মুজিবুর রহমানের পাঠানো ওই কারণ দর্শানো নোটিশের জবাব  তিন কার্য দিবসের মধ্যে দিতে বলা হয়েছে।

সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই শেরে বাংলা মেডিকেল কলেজের অডিটরিয়ামে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সঙ্গে শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পরে রিটার্নিং কর্মকর্তার কাছে বৃহস্পতিবার (১৯ জুলাই) সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতিতে মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরওয়ারের আইনজীবী।

অভিযোগ পাওয়ার পর শুক্রবার (২০ জুলাই) শেরে-ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ভাস্কর সাহা ও হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেন রিটার্নিং কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।