ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রংপুরে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩১ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
রংপুরে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত বাসের চাপায় দুমড়ে-মুচড়ে যায় ব্যাটারিচালিত অটোরিকশাটি। ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুর নগরের হাজীরহাট এলাকায় হানিফ পরিবহনের বাসের চাপায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।

রোববার (২২ জুলাই) সকাল ৭টার দিকে হাজীরহাট ব্রিজ সংলগ্ন আকিজ কোম্পানির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত দুজন হলেন- নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নামাপাড়া গ্ৰামের রশিদের ছেলে  সাজু মিয়া (৩৫) একই গ্ৰামের মন্টু মিয়ার ছেলে চান মিয়া (৩৬)।

অন্য দুজনের নাম জানাতে পারেনি পুলিশ।

রংপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, বাসের চাপায় ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আহত কয়েকজনকে ওই হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। তবে দুজনের পরিচয় জানা গেলেও অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
আরআইএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।