ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোবিন্দগঞ্জে আমদানি নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
গোবিন্দগঞ্জে আমদানি নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট উদ্ধার উদ্ধাকৃত ট্যাবলেট

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-১৩।

শনিবার (২১ জুলাই) দিবাগত রাতে র‌্যাব-১৩ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ জুলাই (শুক্রবার) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে উপজেলার নুনতলা কবিরাজ পাড়া এলাকা থেকে আট লাখ পিস ভারতীয় ট্যাবলেট উদ্ধার করে।

পাচারকারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিবহনের কাজে ব্যবহৃত একটি নীল রংয়ের মোটরসাইকেলও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওষুধের মধ্যে কফিমল ও পেরোকটিন নামে দুই ধরনের ট্যাবলেট রয়েছে। এর আনুমানিক মুল্য ৩ লাখ ২০ হাজার টাকা।

এছাড়াও শনিবার (২১ জুলাই) রাতে পলাশবাড়ি উপজেলার আমলাগাছি হতে ১৮ বোতল ফেন্সিডিলসহ ফিরোজ মিয়া (৩৫) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব।

বাংলাদেশ সময়: ০৮০৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।