ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
১৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু লঞ্চ

মানিকগঞ্জ: প্রচণ্ড বাতাসের কারণে ১৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

রোববার (২২ জুলাই) সকাল সোয়া ৭টায় থেকে লঞ্চ চলাচল শুরু হয়। শনিবার দুপুর ১২টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।

পাটুরিয়া ঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে নৌ চলাচল শুরুর খবর নিশ্চিত করেন।

তিনি জানান, নৌরুটে দুর্ঘটনা এড়াতে শনিবার দুপুর ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ বন্ধ রাখা হয়। পরে বাতাসের তীব্রত কমলে নদীতে ঢেউ কমে যাওয়ায় রোববার সকাল সোয়া ৭টা লঞ্চ চলাচল শুরু হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৪৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৮
কেএসএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।