ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নেশা করতে বারণ করায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
নেশা করতে বারণ করায় চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইল: নেশা করতে বারণ করায় টাঙ্গাইলের ঘাটাইলে চাচাতো ভাই ফারদিন আহমেদ ফরহাকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে নেশাগ্রস্ত রুবেল।

শনিবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের বেতুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত ফারদিন আহমেদ ফরহাদ ওই গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে।

তিনি টাঙ্গাইল জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত ছিলেন। নেশাগ্রস্ত রুবেল ওই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।  

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ফারদিন টাঙ্গাইল শহরে থাকতেন। শনিবার সকালে তিনি গ্রামের বাড়ি বেতুয়াপাড়ায় আসেন। বিকেলে ফারদিন তার চাচাতো ভাই রুবেলকে বাড়িতে ডেকে নেশা না করার পরামর্শ দেন। এসময় ক্ষিপ্ত হয়ে রুবেল ফারদিনকে এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন ফারদিনকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলী বাংলানিউজকে জানান, ফারদিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ‍জুলাই ২১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।