ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

কসবায় দুইটি মর্টার সেল ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
কসবায় দুইটি মর্টার সেল ধ্বংস দুটি মর্টার সেল ধ্বংস করছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা দু’টি মর্টার সেল ধ্বংস করা হয়েছে। 

শনিবার (২১ জুলাই) বিকেলে উপজেলার কায়েমপুর ইউনিয়নের মন্দভাগ গ্রামে খোলা মাঠে মর্টার সেল দু’টি ধ্বংস করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।  

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক বাংলানিউজকে জানান, শুক্রবার (২০ জুলাই) বিকেলে মন্দভাগ গ্রামের বাজারের পাশে একটি পুকুরের পানি সেচা হয়।

এ সময় স্থানীয় জাকির মিয়া ও সুখন মিয়া নামে দুই ব্যক্তি পুকুরে মর্টার সেল দু’টি দেখতে পান। পরে থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতেই পরিত্যক্ত অবস্থায় মর্টার সেল দু’টি উদ্ধার করে।  

পরে কুমিল্লা সেনানিবাসে আর্টিলারি ইউনিটের অধিনায়ককে বিষয়টি জানানো হয়।  বিকেলে মেজর হোসনে আরার নেতৃত্বে নিরাপত্তা বাহিনীর একটি বোমা বিস্ফোরক দল এসে মর্টার সেল দু’টি ধ্বংস করেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।