ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
বড়াইগ্রামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২ দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক। ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোরের বড়াইগ্রাম ও লালপুর উপজেলা সীমান্তবর্তী দাঁইরপাড়া এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২১ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।


 
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ননী গোপাল বাংলানিউজকে জানান, রাজশাহী থেকে সরকার পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফরিদপুর যাচ্ছিলো। পথে নাটোর-পাবনা মহাসড়কের বড়াইগ্রাম ও লালপুর উপজেলা সীমান্তবর্তী দাঁইরপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
 
এসময় ছিটকে মহাসড়কের ওপর চাপা পড়ে ওই দুইজন ঘটনাস্থলেই মারা যান। বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বনপাড়ায় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।  

বাস ও ট্রাক দু’টি সড়ক থেকে পাশে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জুলাই ২১ ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।