ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
ময়মনসিংহে বিরোধের জেরে কৃষককে পিটিয়ে হত্যা 

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে মতিউর রহমান (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। 

শনিবার (২১ জুলাই) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার মগটুলা ইউনিয়নের বাঘবেড় গ্রামের মতিউর রহমানের সঙ্গে প্রতিবেশি ভাতিজা আব্দুল গণির জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল।

এই বিরোধের জেরে শনিবার সকালে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে গণি তার লোকজন নিয়ে মতিউরের ওপর হামলা করে। এতে মতিউর গুরুতর আহত হন।  

পরে তাকে উদ্ধার করে মমেক হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মতিউরের ছেলে মামুন মিয়াসহ আরও তিনজন আহত হয়েছেন।  

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবীর হোসেন বাংলানিউজকে জানান, এই হত্যাকাণ্ডে মোর্শেদা নামে একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮ 
এমএএএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।