ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাবনায় মা-ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
পাবনায় মা-ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার

পাবনা: পাবনা সদর উপজেলায় ঘরের ভেতর থেকে মা-ছেলের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বড়দিপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ওই গ্রামের সুজন জোয়াদ্দারের স্ত্রী রুশি খাতুন (২৫) ও তার ছেলে ইরফান জোয়াদ্দার রোহান (০২)।

পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইবনে মিজান বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘর থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটছে। তবে এটি হত্যা না কী আত্মহত্যা তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী সুজন জোয়াদ্দারকে আটক করা হয়েছে।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।