ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈশ্বরগঞ্জে স্ত্রী-ছেলের হাতে কৃষক খুন 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
ঈশ্বরগঞ্জে স্ত্রী-ছেলের হাতে কৃষক খুন 

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পারিবারিক কলহে দ্বিতীয় পক্ষের স্ত্রী ও সন্তান মিলে মারধর করে কৃষক বিল্লাল হোসেনকে (৫০) খুন করেছেন। 

শনিবার (২১ জুলাই) সকাল ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।  

বিকেলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ কবীর হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, উপজেলার সোহাগী ইউনিয়নের ছোট তারাকান্দি গ্রামের কৃষক বিল্লালের সঙ্গে দ্বিতীয় স্ত্রী রহিমা বেগম ও  ছেলে আলাল মিয়ার কলহ চলছিল। এই কলহের জেরে শুক্রবার (২০ জুলাই) রাতে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।  

এক পর্যায়ে বিল্লালকে স্ত্রী রহিমা বেগম ও ছেলে আলাল মারধর করেন। এতে তার মৃত্যু হয়। পরে প্রথমপক্ষের মেয়ে আমেনা খাতুন থানায় অভিযোগ করলে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মমেক হাসপাতালের মর্গে পাঠায়।  

তিনি জানান, ঘটনার পর থেকেই দ্বিতীয় স্ত্রী রহিমা ও ছেলে আলাল পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮ 
এমএএএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।