ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সাদুল্লাপুরে ডলার প্রতারক চক্রের ২ সদস্য আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
সাদুল্লাপুরে ডলার প্রতারক চক্রের ২ সদস্য আটক  আটক প্রতারক চক্রের ২ সদস্য

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুরে জাহিদুল ইসলাম (৩২) ও রিপন ব্যাপারী (৩৫) নামে দুই ডলার প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২১ জুলাই) বিকেলে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (২০ জুলাই) উপজেলার ধাপেরহাট এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক জাহিদুল সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব ছাপরহাটি গ্রামের মৃত আব্দুর রশিদ সরকারের ছেলে এবং রিপন সাদুল্লাপুর উপজেলার দড়িতাজপুর গ্রামের মোজাম্মেল ব্যাপারীর ছেলে।

ওসি আরও জানান, গত কয়েকদিন আগে চক্রটি আশুলিয়ার জাহিদুর রহমান জীবন নামে এক ব্যক্তিকে প্রতারণার ফাঁদে ফেলে কম দামে ডলার বিক্রয়ের লোভ দেখায়। পরে সাদুল্ল্যাপুর উপজেলার দড়িতাজপুর গ্রামে নিয়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেয় চক্রটি।

এ ঘটনায় আটক দুই আসামিসহ সহযোগী বাকি আসামিদের বিরুদ্ধে  সাদুল্ল্যাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।