ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জগন্নাথ হলের নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
জগন্নাথ হলের নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত ২

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের একটি নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ জুলাই) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- স্বপন (২৪) ও মাইদুল ইসলাম (২৬)।

তাদের বাড়ি রংপুরে বলে জানা গেছে।

নিহতের সহকর্মী শান্ত দাস বাংলানিউজকে জানান, দীর্ঘ একমাস ধরে তারা জগন্নাথ হলের সন্তোষ ভট্টাচার্য ভবনের উপরে নির্মিত দ্বিতীয় তলায় কাজ করছিলেন। বিকেলে স্বপন ও মাইদুল ওই ভবনের নবম তলার বাইরের পাশে মাচাং বেঁধে দেওয়াল আস্তরণের কাজ করছিলেন। এসময় মাচাং কাত হয়ে তারা দুইজনেই নিচে পড়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
এজেডএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।