ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জয়পুরহাটে ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতের মামলায় গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
জয়পুরহাটে ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতের মামলায় গ্রেফতার ১ আটক শাহীন

জয়পুরহাট: জয়পুরহাটে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজাকে ছুরিকাঘাতের মামলায় শাহীন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  

শনিবার (২১ জুলাই) ভোরে শহরের কুটিবাড়ি বেলতলী সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহীন জয়পুরহাট শহরের মাদ্রাসা পাড়ার (প্রামাণিক পাড়া) আবেদ আলীর ছেলে।

এর আগে, শুক্রবার (২০ জুলাই) রাতে ছাত্রলীগ নেতা রেজা বাদী হয়ে এ ঘটনার সঙ্গে জড়িত জয়পুরহাট শহরের শান্ত, শাহিন, আনোয়ার ও বাচ্চুকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন।

পুলিশ জানায়, শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে রেজা হেঁটে বাসায় ফিরছিলেন। এসময় চিত্রাপাড়া জামে মসজিদ এলাকায় শান্ত, শাহিন, আনোয়ার ও বাচ্চু নামে চার যুবক রেজাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।