ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
সৈয়দপুরে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ট্রাক্টরের ধাক্কায় রুবেল হোসেন (৩০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। 

এসময় কয়েক ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবার (২১ জুলাই) সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে। তিনি সৈয়দপুর শহরের জসিম বাজার এলাকার মোশাররফ হোসেনের ছেলে এবং প্রসাধন সামগ্রী তৈরি কোম্পানিতে কর্মরত ছিলেন।  

জানা যায়, সকালে রুবেল মোটরসাইকেলে করে সৈয়দপুর-দিনাজপুর সড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে স্টেডিয়ামের সামনে একটি ট্রাক্টরের সঙ্গে তার মোটরসাইকেলটির ধাক্কা লাগলে গুরুতর আহত হন তিনি।  স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।