ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ১৭ জেলে উদ্ধার 

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ১৭ জেলে উদ্ধার 

পাথরঘাটা (বরগুনা): সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া এলাকায় ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ১৭ জেলেকে ৩ ঘণ্টা উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

এর আগে শনিবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সুন্দরবন সংলগ্ন নারিকেলবাড়িয়া এলাকায় ট্রলারটি ডুবে যায়।  

উদ্ধার হওয়া জেলেদের বরাত দিয়ে বরগুনা জেলা ফিশিং ট্রলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. দুলাল মাঝি বাংলানিউজকে বলেন, এফবি তরিকুল-১ ট্রলারটি ডুবে যাওয়ার পর পার্শ্ববর্তী নান্না মাঝির একটি ট্রলার ১৭ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে।

তবে জেলেরা অসুস্থ হয়ে পড়েছেন।  

তিনি আরও জানান, ফিরে আসার পরে তাদের চিকিৎসা দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।