ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ঢামেকে হত্যা মামলার হাজতির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
ঢামেকে হত্যা মামলার হাজতির মৃত্যু

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলার আসামি হাসমত উল্লাহ (৮০) মারা গেছেন।

শনিবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষাণা করেন। তার বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলায়।

কারারক্ষী বারেক বাংলানিউজকে বলেন, যাত্রাবাড়ীর থানার ২০০৭ সালের একটি হত্যা মামলার আসামি ছিলেন হাসমত উল্লাহ। ওই মামলায় হাজতি হিসেবে কারাগারে ছিলেন তিনি। তার হাজতি নং- ১৯৩২৪/১৭।

তিনি আরও বলেন, বার্ধক্যজনিত কারণে অসুস্থ হাসমতকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।