ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চকরিয়ায় দু’গ্রুপের গুলিবিনিময়, যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
চকরিয়ায় দু’গ্রুপের গুলিবিনিময়, যুবক নিহত

কক্সবাজার: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়ায় দুই মাদক বিক্রেতা দলের গুলিবিনিময়ে ইসমাইল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২১ জুলাই) ভোর ৪টার দিকে চকরিয়া-লামা সড়কের কুমারিয়া ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি এলজি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও ৪৬৫ পিস ইয়াবা উদ্ধার করে।

ইসমাইল চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের পুঁচপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। তার বিরুদ্ধে চকরিয়া থানায় মাদক আইনে আটটি মামলা রয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইয়াসিন আরাফাত বাংলানিউজকে বলেন, কুমারিয়া ব্রিজের পাশে দুই মাদক বিক্রেতা গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে গুলিবিনিময়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইসমাঈলের মরদেহ উদ্ধার করে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়:১২৪৫ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
টিটি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।