ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

চার জেলায় ‘বন্দুকযুদ্ধে’ ৪ মাদক বিক্রেতা নিহত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৯ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
চার জেলায় ‘বন্দুকযুদ্ধে’ ৪ মাদক বিক্রেতা নিহত প্রতীকী ছবি

ঢাকা: চার জেলায় মাদকবিরোধী অভিযান চলাকালে ‘বন্দুকযুদ্ধে’ একজন করে চার মাদক বিক্রেতা নিহত হয়েছেন। জেলাগুলো হলো-কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর ও কক্সবাজার।  এসময় আহত হয়েছে চার র‌্যাব ও তিন পুলিশ সদস্য।শুক্রবার (২০ জুলাই) দিবাগত রাতে এ ‘বন্দুকযুদ্ধ’র ঘটনা ঘটে। 

বাংলানিউজের ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্টদের পাঠানো খবর:

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শামসু‌দ্দিন শ্যাম (৩৮) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।  

এ সময় ঘটনাস্থল থেকে ৫শ’ পিস ইয়াবা, একটি ওয়ান শুট্যারগান, দুই রাউন্ড গুলি, দু’টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় পুলিশের তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।  

শুক্রবার (২০ জুলাই) দিনগত মধ্যরাত ৩টার দিকে উপজেলার বাঁকাপুলের কাছে এ ‘বন্দুকযুদ্ধ’র ঘটনা ঘটে।  

নিহত শ্যাম ভেড়ামারা ক্ষেমিরদিয়াড় এলাকার মৃত তোবারক মিয়ার ছেলে।

তার বিরুদ্ধে ভেড়ামারা থানায় আটটি মাদকের মামলা রয়েছে বলে পুলিশ দাবি করেছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

এদিকে, শুক্রবার রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুরে মাদকবিরোধী অভিযানের সময় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক বিক্রেতা নিহত হয়েছেন। এ সময় র্যাবের চার সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে। তবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প কমান্ডার সাঈদ অাবদুল্লাহ আল মুরাদ এতথ্য নিশ্চিত করেন।  
 
অপরদিকে, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বান্নিরঘাট এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুর রহিম (৪৫) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন।
  
আব্দুর রহিম পার্বতীপুর শহরের পুরাতন বাজার রেলগেট এলাকার মৃত গোলাম নবীর ছেলে।
 
ঘটনাস্থল থেকে ১শ’ পিস ইয়াবা, ৫০ বোতল ফেনসিডিল, একটি শ্যুটারগান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
 
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করে জানান, নিহত আব্দুর রহিমের বিরুদ্ধে হত্যা, মাদকসহ বিভিন্ন অপরাধে বেশ কয়েকটি মামলা রয়েছে।


এছাড়াও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের চকরিয়ায় দুই দল মাদক বিক্রেতার মধ্যে গুলি বিনিময়ে ইসমাইল (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২১ জুলাই) ভোর ৪টার দিকে চকরিয়া-লামা সড়কের কুমারিয়া ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি এলজি বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও ৪৬৫ পিস ইয়াবা জব্দ করে।

ইসমাইল চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পুঁচপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে। তার বিরুদ্ধে চকরিয়া থানায় মাদক আইনে আটটি মামলা রয়েছে।

** ভেড়ামারায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত
** চাঁপাইনবাবগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত 
** পার্বতীপুরে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত
** চকরিয়ায় দু’গ্রুপের গুলিবিনিময়, যুবক নিহত
 
বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।