ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের নিহত

জয়পুরহাট: জেলার পাঁচবিবি উপজেলার ইজিবাইক-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোয়জ্জেম হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় মাইনুল ইসলাম (১৫) নামে আরেক ছাত্র আহত হন।

শুক্রবার (২০ জুলাই) বিকালে কয়া সীমান্তের চেচঁড়া চৌমহনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মোয়জ্জেম পাঁচবিবি উপজেলার কয়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে এবং আহত মাইনুল একই উপজেলার ভুইডোবা গ্রামের শাহাবুদ্দিন হাজির ছেলে।

জানা যায়, সীমান্তের রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়ে বনভোজনের আয়োজন চলছিল। এ সময় দশম শ্রেণির ওই দুই ছাত্র মিষ্টি নেওয়ার জন্য মোটর সাইকেলে আটাপাড়া রেলগেট যাচ্ছিলেন। পথে চৌমহনী বাজার এলাকায় ইজি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোয়াজ্জেম হোসেন মারা যান।

আহত মইনুলকে স্থানীয়রা উদ্ধার করে হাকিমপুর উপজেলা হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন।

বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
এমআইএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।