ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সবুজবাগে নারীকে হত্যার অভিযোগ, স্বামী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
সবুজবাগে নারীকে হত্যার অভিযোগ, স্বামী আটক

ঢাকা: রাজধানীর সবুজবাগ মাদারটেক এলাকায় পারভীন আক্তার (৪০) নামে এক নারীকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার ছেলের। এ ঘটনায় ওই নারীর স্বামী অনজু মিয়াকে আট করেছে পুলিশ।

শুক্রবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে অচেতন অবস্থায় পারভীনকে মুগদা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি স্বামী-সন্তান নিয়ে পশ্চিম মাদারটেক শান্তিপাড়া এলাকায় একটি বাসা নিয়ে থাকতেন।

সবুজবাগ থানার উপ পরিদর্শক (এসআই) শেখ শিবলু মিয়া বাংলানিউজকে বলেন, পারভীনের মাথা ও পিঠে আঘাত পাওয়া গেছে। বিষয়টি রহস্যজনক। কি কারণে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।  

তিনি আরও বলেন, অনজুর সঙ্গে পরভীনের দ্বিতীয় বিয়ে। এর আগের সংসারে তার একটা ছেলে আছে। সেই ছেলে তার মাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন। তবে অনজুর সংসারের মেয়ে বলছেন, তার মা আত্মহত্যা করেছেন।

পারভীনের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।