ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
বগুড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ ডিবি পুলিশের হাতে আটক মাদক বিক্রেতারা, ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়া শহরে অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটক মাদক বিক্রেতারা হলেন- স্নিগ্ধা আবাসিক এলাকার মৃত বিচার উদ্দিনের ছেলে হাবিবুল্লাহ (৪০), নওগাঁর মহাদেবপুর উপজেলার আতুরা এলাকার রফিকুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২২) ও একই জেলার পত্নীতলা উপজেলার সোলাইমান হোসেন (৩৫)।

শুক্রবার (২০ জুলাই) শহরের নাটাইপাড়া ও চারমাথা এলাকায় থেকে তাদের আটক করা হয়।

বিকেলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বাংলানিউজকে জানান, বেলা ১০টার দিকে ডিবি পুলিশের একটি দল শহরের বউবাজার নাটাইপাড়া এলাকার একটি ক্লিনিকের সামনে অভিযান চালায়। এসময় আড়াই হাজার পিস ইয়াবাসহ হাবিবুল্লাল (৪০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়।

অপরদিকে দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের গোদারপাড়া বাজার এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে দেড় হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়।  

আটকদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবি কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
এমবিএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।