ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নানিয়ারচরের সাবেক উপজেলা চেয়ারম্যানকে অপহরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
নানিয়ারচরের সাবেক উপজেলা চেয়ারম্যানকে অপহরণ

রাঙামাটি: রাঙামাটির নানিয়ারচর উপজেলার সাবেক চেয়ারম্যান প্রীতিময় চাকমাকে অপহরণ করেছে একদল দুর্বৃত্ত। 

শুক্রবার (২০ জুলাই) বিকেলে গণমাধ্যমে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি জেলা ইউনিটের প্রধান সংগঠক শান্তিদেব চাকমা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

সংগঠনটির প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- বৃহস্পতিবার ১৯ জুলাই রাতে উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার নিজ বাড়ি থেকে প্রীতিময়কে অপহরণ করা হয়।

এ ঘটনার জন্য সংগঠনটি জেএসএস সংস্কারকে দায়ী করেছে।

বিষয়টি নিশ্চিত করে নিরন চাকমা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে চেয়ারম্যানকে উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

রাঙামাটি পুলিশ সুপার (এসপি) আলমগীর কবির বাংলানিউজকে জানান, এ ব্যাপারে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।