ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রশ্নপত্র ফাঁস হওয়ায় রেলের পরীক্ষা স্থগিত 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
প্রশ্নপত্র ফাঁস হওয়ায় রেলের পরীক্ষা স্থগিত  নোটিস দেখছেন প্রার্থীরা-ছবি-বাংলানিউজ

রাজশাহী: পশ্চিমাঞ্চল রেলওয়ের টিকিট কালেক্টর গ্রেড-২ পদে নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রশ্ন ফাঁস হওয়ায় শুক্রবার (২০ জুলাই) বেলা ১টার দিকে পরীক্ষা স্থগিত করা হয়। 

পশ্চিমাঞ্চল রেলওয়ের টিকিট কালেক্টর গ্রেড-২ পদে নিয়োগের লিখিত পরীক্ষা বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু কয়েক ঘণ্টা আগে পরীক্ষা স্থগিত করা হয়।

এতে বিভিন্ন স্থান থেকে আসা পরীক্ষার্থীরা দুর্ভোগে পড়েন। হঠাৎ করেই পরীক্ষা স্থগিত করায় দেশের বিভিন্ন দূর-দূরান্ত থেকে আসা পরীক্ষার্থীরা পশ্চিমাঞ্চল রেল ভবনের (রাজশাহী) সামনে গিয়ে দুপুরে দুই দফা বিক্ষোভ প্রদর্শন করেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। তবে বিক্ষোভের সময় পুলিশ দিয়ে প্রার্থীদের গ্রেফতারের হুমকি দেওয়া হয়েছে বলেও পরীক্ষার জন্য আসা প্রার্থীরা অভিযোগ করেছেন।  

বিষয়টি জানতে চাইলে পশ্চিমাঞ্চল রেলওয়ের চিফ সিগন্যাল অ্যান্ড টেলিকম অফিসার অসীম কুমার তালুকদার বাংলানিউজকে জানান, এখানে তাদের করার কিছু নেই। পরীক্ষা বাধ্য হয়েই স্থগিত করা হয়েছে।  

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস হওয়ায় বেলা সাড়ে ৩টায় অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে ঈদ-উল-আজহার আগেই স্থগিত এই পরীক্ষা গ্রহণ করা হবে। প্রশ্নপত্র নতুনভাবে তৈরির পরই এই তারিখ নির্ধারণ করা হবে। ওই সময় পরীক্ষার তারিখ জানিয়ে পত্রিকায় আবারও বিজ্ঞাপন দেওয়া হবে।  

এছাড়া প্রার্থীদের নামে আবারও পরীক্ষার কার্ড পাঠানো হবে বলেও জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের এই চিফ সিগন্যাল ও টেলিকম অফিসার।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
এসএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।