ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিমুলিয়ায় পারের অপেক্ষায় ২ শতাধিক যানবাহন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
শিমুলিয়ায় পারের অপেক্ষায় ২ শতাধিক যানবাহন যানবাহন নিয়ে গন্তব্যের উদ্দেশে চলছে ফেরি। ছবি: বাংলানিউজ

মুন্সিগঞ্জ: দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে সাপ্তাহিক ছুটির দিনে চাপ খুব বেশি না থাকলেও পারের অপেক্ষায় রয়েছে ২৫০ যানবাহন। 

শুক্রবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ঘাট এলাকায় পারের অপেক্ষায় পণ্যবাহী ট্রাককে লাইনে দাঁড়িয়ে থাকেতে দেখা যায়। তবে ফেরি চলাচল স্বাভাবিক থাকায় যাত্রীবাহী গাড়িগুলো অল্প সময়ের মধ্যেই ফেরিতে উঠে যাচ্ছে।

 

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ বাংলানিউজকে জানান, বর্তমানে নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছে। আবহাওয়া অনুকূলে থাকায় স্বাভাবিক গতিতেই ফেরিগুলো যাত্রী ও যানবাহন নিয়ে নির্দিষ্ট সময়েই পদ্মা পাড়ি দিচ্ছে। ঘাটে যেসব গাড়ি পারের অপেক্ষায় আছে তার বেশিরভাগই পণ্যবাহী ট্রাক। তবে গেল কয়েকদিন ঘাটে পণ্যবাহী ট্রাকের বাড়তি চাপ থাকলেও বর্তমানে স্বাভাবিক হয়েছে।  

বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাটের নৌ ট্রাফিক ইন্সপেক্টর মো. সোলেমান জানান, সকালে লঞ্চঘাট এলাকায় যাত্রীদের ভিড় ছিল। তবে বেলা বেড়ার সঙ্গে সঙ্গে চাপ কমতে থাকে। তীব্র ঢেউ না থাকায় লঞ্চগুলো নির্দিষ্ট সময়ের মধ্যেই কাঁঠালবাড়ি ঘাটে পৌঁছাচ্ছে।  

স্পিডবোট ঘাটের সুপারভাইজার মো. ওয়াহিদ জানান, সকালের তুলনায় এখন যাত্রী কম। বেশিরভাগ স্পিডবোটই ঘাটে অলস সময় পার করছে। সাপ্তাহিক ছুটির দিনের তুলনায় আজ যাত্রীর চাপ কম বলে জানান তিনি।

এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে উভয়মুখী চাপ থাকলেও গাড়িগুলো স্বাভাবিক গতিতেই চলাচল করছে বলে জানান ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরদর্শক (এসআই) মো. মনির হোসেন।  

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ২০ জুলাই ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।