ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় ছুরিকাঘাতে নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
বগুড়ায় ছুরিকাঘাতে নারী নিহত

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে চিরনী বালা (৪৩) নামে এক নারী নিহত হয়েছেন।
 

শুক্রবার (২০ জুলাই) ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার (১৯ জুলাই) দিবাগত গভীর রাতে নিজ ঘরে এ ঘটনা ঘটে।

চিরনী নন্দীগ্রাম পৌর শহরের কালিকাপুর এলাকার সুরেশ প্রামাণিকের স্ত্রী। তিনি পেশায় ইট ভাঙার শ্রমিক ছিলেন। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।
 
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে স্বামী-স্ত্রী নিজেদের ঘরে শুয়ে পড়েন। তবে বিদ্যুৎ চলে যাওয়ায় ঘরের দরজা খুলে রাখেন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে ঢুকে চিরনী বালাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে তার ও স্বামীর চিৎকারে আশপাশের লোকজন এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে শজিমেকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

বগুড়া শহরের ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (টিএসআই) আব্দুল আজিজ মণ্ডল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
এমবিএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।