ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

গোবিন্দগঞ্জে মাধ্যমিকের বই জব্দের ঘটনায় আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
গোবিন্দগঞ্জে মাধ্যমিকের বই জব্দের ঘটনায় আটক ১ আটক জাহিদুল ইসলাম

গাইবান্ধা: গোবিন্দগঞ্জে মাধ্যমিকের বই জব্দের ঘটনায় জাহিদুল ইসলাম জাহিদ (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ জুলাই) গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

ওসি জানান, গোবিন্দগঞ্জের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রশিদের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে জাহিদুল ইসলামকে আটক করা হয়েছে।

অপর পাঁচ আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোমরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জাহিদুল ইসলাম কোমরপুর এলাকার দুবলাগাড়ী গ্রামের ময়নুল হকের ছেলে।
 
গত ৯ জুলাই রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রামের ভাঙড়ি ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে ২০১৮ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের লক্ষাধিক নতুন বই জব্দ করেন।  

ওই ঘটনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুনুর রশিদ বাদী হয়ে ৬ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।  

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
এসআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।