ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আ’লীগ নেতাদের দাবির মুখে ওসি বাবুল মিঞাকে প্রত্যাহার

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
আ’লীগ নেতাদের দাবির মুখে ওসি বাবুল মিঞাকে প্রত্যাহার

রংপুর: রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল মিঞাকে আওয়ামী লীগ নেতাদের দাবির মুখে প্রত্যাহার করা হয়েছে।

কোতোয়ালি থানার (ওসি-তদন্ত) মোখতারুল ইসলাম বিষয়টি জানিয়ে বাংলানিউজকে বলেন, এ সংক্রান্ত নির্দেশনা বৃহস্পতিবার (১৯ জুলাই)  রাত ৮টার দিকে থানায় এসেছে।  

বুধবার (১৮ জুলাই) জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা ওসি বাবুল মিঞাকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন।

তারা রংপুরের ভারপ্রাপ্ত ডিআইজি বছির আহাম্মেদের সঙ্গে দেখা করে বুধবারের মধ্যে তাকে প্রত্যাহারের আলটিমেটামও দেন।

বুধবার তাকে প্রত্যাহার না করায় বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ফের মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডলের নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ডিআইজির কাছে গিয়ে তাদের দাবি বাস্তবায়নের দাবি জানান। এসময় ডিআইজি প্রত্যাহারের বিষয়ে আশ্বস্ত করেন।

পরে ডিআইজি কার্যালয় থেকে বের হয়ে তুষার কান্তি মণ্ডল সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের পুত্রবধূ। তাকে ১/১১’র সময় অবমাননাকারী ওসি বাবুল মিঞাকে রংপুরের জনগণ দেখতে চায় না।

বাংলাদেশ সময়: ২৩৩৬ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।